দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) ও জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) দুই মনোনয়ন প্রত্যাশীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
তারা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ইসলামপুর আসনে মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আল মাহমুদ ও জামালপুর সদর আসনে মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আনোয়ার হোসেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন- জামালপুর সদর উপজেলার লাঙ্গল জোড়া এলাকার চান মিয়ার ছেলে মো. জাকির হোসেন খান (৫০), বানিয়া বাজার এলাকার কাজী খোকন (৫৫), আকরাম হোসেন (৫২) ও ছোনকান্দা গ্রামের আব্দুল মালেক (৪৫)।
তারা গত বুধবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কাজী খোকন নামক একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে ওই দুই মনোনয়ন প্রত্যাশীকে মেরে ফেলার হুমকি দেন।
আনোয়ার হোসেন বলেন,, হত্যার হুমকি দেওয়ার বিষয়ে আইনি প্রতিকার চেয়ে থানায় জিডি করেছি।
মোস্তফা আল মাহমুদ বলেন, ফেসবুক লাইভে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর এবং অশ্লীল ভাষায় কথা বলে অভিযুক্তরা। একপর্যায়ে আমাদের দুইজনকেই মেরে ফেলার হুমকি দেয় তারা। বিষয়টি নিয়ে খুব বিব্রতকর অবস্থায় রয়েছি।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি চার জনের নাম উল্লেখ করে হত্যার হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টির তদন্ত ইতোমধ্যে শুরু করেছি।