নৌকার সঙ্গে ঈগল নিয়ে লড়বেন ডা. মুরাদ হাসান

জামালপুরের পাঁচটি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এর মধ্যে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ডা. মুরাদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন। এই আসনে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান। তার সঙ্গে লড়বেন মুরাদ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

২০২১ সালের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। একই দিন জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তবে এখনও তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন (গামছা), জাতীয় পার্টির এস.এম. আবু সায়েম (লাঙ্গল), আওয়ামী লীগের নুর মোহাম্মদ (নৌকা) এবং তৃণমূল বিএনপির মো. গোলাম মোস্তফা (সোনালী আঁশ) প্রতীক পেয়েছেন।

জামালপুর-২ আসনে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল), স্বতন্ত্র জিয়াউল হক জিয়া (ঈগল), আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল হক খান দুলাল (নৌকা), তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু (সোনালী আঁশ) ও স্বতন্ত্র শাহজাহান আলী মন্ডল (ট্রাক) প্রতীক পেয়েছেন।

জামালপুর-৩ আসনে আওয়ামী লীগের মির্জা আজম (নৌকা), জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) এবং জাতীয় পার্টির (জেপি) মো. নজরুল ইসলাম (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।

জামালপুর-৪ আসনে ন্যাশনাল ফ্রন্টের তারিখ মেহেদী (টেলিভিশন), তৃণমূল বিএনপির সাইফুল ইসলাম (সোনালী আঁশ), স্বতন্ত্র আব্দুর রশিদ (ট্রাক), জাতীয় পার্টির আবুল কালাম আজাদ (লাঙ্গল), জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল), আওয়ামী লীগের মাহবুবুর রহমান (নৌকা) ও স্বতন্ত্র ডা. মুরাদ হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন।

জামালপুর-৫ আসনে বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম (ডাব), আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), জাতীয় পার্টির জাকির হোসেন (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) বাবর আলী খান (বাইসাইকেল), স্বতন্ত্র রেজাউল করিম (ঈগল), ন্যশনাল পিপলস পার্টির রফিকুল ইসলাম (আম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সাব্বিরুজ্জামান (একতারা) প্রতীক পেয়েছেন।