সৌদি আরব সুযোগ দিলে হজ নিবন্ধনের সময় বাড়বে: ধর্মমন্ত্রী

হজ নিবন্ধনের সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘গত ১৮ জানুয়ারি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। হাবের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের আলটিমেটাম দিয়েছি, সময়সীমা বাড়াতে চাই না এই কথা তাদের জানিয়ে দিয়েছি। অনেকে নিবন্ধন করতে পারেনি। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যদি সুযোগ দেয়, তাহলে সময় বাড়বে, না হয় এখানেই শেষ।’ 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জামালপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনও প্রায় ৭৪ হাজার মানুষ নিবন্ধন করতে পারেনি জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে না পরা মানুষের অলসতা। এটি দূর করতে হবে। প্রতি বছরই হজ এজেন্সির মালিকরা শেষ সময়ে কম টাকায় বাড়ি ভাড়া পাওয়ায় জন্য এই পলিসি গ্রহণ করে, আমরা এটা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে দলীয় কার্যালয়ে পৌঁছলে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন বক্তব্য দেন।