শেরপুরে ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে একজনের ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক ওই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে (৫৫) আটক করেছে পুলিশ। আবুল কাশেম একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ফসলের মাঠ থেকে আব্দুল বারেক বাড়ি ফেরার পথে তার পেটে ছুরিকাঘাত করে আবুল কাশেম। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আবুল কাশেমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল আশিক বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন আবুল কাশেম। কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তার সঙ্গে নিহত ব্যক্তির বিরোধ ছিল না।

ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীবরদী থানার এসআই আনিসুর রহমান বলেন, পেটে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারেক। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ঘটনায় জড়িত আবুল কাশেমকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছি আমরা।