বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের

জামালপুরের মাদারগঞ্জে বউ শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে একজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল আকন্দ (৪০)। হামলায় আরও দুই জন আহত হন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সঙ্গে পাশের বাড়ির শাবু মিয়ার ছেলে নূর ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে আছে। শনিবার দুপুরে ফুলেরা বেগমের সঙ্গে তার শাশুড়ির ঝগড়া শুরু হলে পাশের বাড়ি থেকে চাচাতো ভাই জয়নাল আকন্দ কয়েকজনকে সঙ্গে নিয়ে আসেন।

এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে শাবু মিয়া তার পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে জয়নাল আকন্দ, আলমগীর (২৪) ও বাবুল (৩০) গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই জয়নাল আকন্দের মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনজুরুল বারী বলেন, নিহতের মাথায় আঘাতের কারণে ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে।