শেরপুরে গোসলে নেমে ভাইবোনের মৃত্যু

শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে নেমে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশুরা হলো উত্তরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে মারিয়া ও তার ছোট ভাই কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। হঠাৎ মারিয়া ও মাসুদ পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে এসে ভাইবোনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের কোনও অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’