নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর টহল টিমের পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাওহিদুল ইসলাম ও মো. জিয়া মিয়া নামের দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।
এর আগে, গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটে মেজর মো: মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম বুজের বাজার এলাকায় মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে ৯৫৬ কেজি সরকারি টিসিবির চাল অবৈধভাবে গুদামজাতকরণ অবস্থায় জব্দ করে এবং ঘটনাস্থল থেকে তাওহিদুল নামের এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে রাত ২টায় সেনাবাহিনীর টহল টিমের পৃথক একটি অভিযানে সেতুর বাজার এলাকায় মো. জিয়া আহমেদের গোডাউন থেকে ৫৬ বস্তায় ২৭০০ কেজি সরকারি টিসিবির চাল অবৈধভাবে গুদামজাতকরণ অবস্থায় জব্দ করে এবং গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করে।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, ‘অভিযান সম্পর্কে আমি অবগত আছি। জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আটক চাল ও ব্যক্তিদ্বয় থানার হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে চাল কীভাবে দোকানে এবং গোডাউনে এসেছে তা জানা যাবে জিজ্ঞাসাবাদের পর।