ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

৪৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ প্রশাসনের মাধ্যমে গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নেত্রকোনা সাহিত্যসমাজ।

রবিবার (৪ মে) দুপুরে নেত্রকোনা পাবলিক লাইব্রেরি চত্বরে খালেদদাদ চৌধুরী মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। সঞ্চালনা করেন সাহিত্যসমাজের সাধারণ সম্পাদক কবি তানবীর জাহান চৌধুরী।

এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি আজহারুল ইসলাম হিরু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কবি কামাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ছড়াকার ও সাংবাদিক সঞ্চয় সরকার এবং কবি এনামুল হক পলাশ।

বক্তারা বলেন, ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র এই মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তারা অবিলম্বে মুক্তমঞ্চটি পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত এই মুক্তমঞ্চ পুনর্নির্মাণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ অন্যায় প্রতিহত করা হবে।

মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।