৪৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ প্রশাসনের মাধ্যমে গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নেত্রকোনা সাহিত্যসমাজ।
রবিবার (৪ মে) দুপুরে নেত্রকোনা পাবলিক লাইব্রেরি চত্বরে খালেদদাদ চৌধুরী মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। সঞ্চালনা করেন সাহিত্যসমাজের সাধারণ সম্পাদক কবি তানবীর জাহান চৌধুরী।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি আজহারুল ইসলাম হিরু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কবি কামাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ছড়াকার ও সাংবাদিক সঞ্চয় সরকার এবং কবি এনামুল হক পলাশ।
বক্তারা বলেন, ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র এই মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
তারা অবিলম্বে মুক্তমঞ্চটি পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত এই মুক্তমঞ্চ পুনর্নির্মাণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ অন্যায় প্রতিহত করা হবে।
মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।