নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের এক একজন নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
বৃহস্পতিবার (২২ মে) রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম সফু (৪৫)। তিনি আব্বাসনগর গ্রামের বাসিন্দা।
এদিকে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান রাশেদ ঈদ উপলক্ষে দুর্গাপুরে কিছু শুভেচ্ছামূলক পোস্টার পাঠান। তার লোকেরা দুর্গাপুর বাজারসহ স্থানীয় বিএনপি অফিসে সেই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার বাধা দেন।
পরে হামিদুর রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে জানান। এতে জামাল মাস্টার আরও ক্ষিপ্ত হন। পরে তার নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে ২৫ ৩০টি মোটরসাইকেলে কিছু ব্যক্তি আব্বাসনগর গ্রামে গিয়ে হামিদুরের বাড়িতে হামলা চালান। তারা আব্বাসনগর বাজারেও হামলা এবং ভাঙচুর করেন। হামলায় রাশেদের দূর সম্পর্কের ভাতিজা শফিকুল ইসলাম সফু নিহত এবং ৫-৬ জন আহত হন।
নিহতের স্বজনদের দাবি, হামলার সময় জামাল মাস্টারের লোকজন কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে জামাল মাস্টার জানান, দূর্গাপুরে কারোর পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়নি। আর প্রতিপক্ষের বাড়ি ১৫ কিলোমিটার দূরে, সেখানে হামলার কোনও ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসায় এ ধরনের অভিযোগ করা হচ্ছে।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।