ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় গুরুতর আহত হন তাদের মেয়ে সুমাইয়া খাতুনও। সুমাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ মে) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। নিজাম উদ্দিন উপজেলার ছেছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে ছেলের জন্য পাত্রী দেখতে স্ত্রী রোকেয়া ও মেয়ে সুমাইয়াসহ পরিবারের লোকজনকে নিয়ে একই উপজেলার ফাজিলপুর গ্রামে যান নিজাম উদ্দিন। পরিবারের লোকজনকে নিয়ে নিজাম উদ্দিন নিজেই অটোরিকশাটি চালিয়ে যাচ্ছিলেন। পরে সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং গুরুতর আহত মেয়ে সুমাইয়াকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ সময় চালক রাসেল (৩০) ও তার সহযোগী মেহেদী হাসানকে (২২) আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।