ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কসবা খাদলা ক্যাম্প এলাকার শ্যামপুর গ্রামের বাসিন্দা শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। দুজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন নিচ্ছেন এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় ও বিজিবি একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের কাঁটাতারের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা শটগানের গুলি ছুড়লে তারা আহত হন।
স্থানীয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এ ছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য। বিজিবি প্রতিনিয়ত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করলেও চোরাকারবারিরা থেমে নেই। বিজিবি সীমান্তে চলাচল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি নিয়ে কাজ করলেও এতে ভালো ফল পাওয়া যাচ্ছে না।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দুজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আছে। সেখানে গুলির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।