বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে আহত কলেজছাত্রের মৃত্যু

বগুড়াবগুড়ার সারিয়াকান্দিতে পিকনিক থেকে বেঁচে যাওয়া মাত্র আড়াইশ’ টাকার ভাগ নিয়ে বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রুমান মিয়া (২৩) মারা গেছেন। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার বিকালে এ খবর পাঠানো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী জানান, সারিয়াকান্দির নারচি ইউনিয়নে গণকপাড়া গ্রামের পিন্টু মন্ডলের ছেলে রুমান মিয়া সৈয়দ আহমদ কলেজে মাস্টার্সের ছাত্র ছিলেন। গত ২৩ মার্চ ইউনিয়নে নির্বাচনের আগে নারচি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজনু মন্ডল তার কর্মী রুমান মিয়া ও তার বন্ধুদের পিকনিক করার জন্য ২০ হাজার টাকা দেন। পিকনিক শেষে বেঁচে যাওয়া মাত্র আড়াইশ’ টাকার ভাগ নিয়ে রুমানের সঙ্গে অন্যদের মতবিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৩ এপ্রিল রাত ১০টার দিকে গণকপাড়া এলাকায় বাকবিতণ্ডার এক পর্যায়ে বন্ধু সীনের ছুরিকাঘাতে রুমান, সৌখিন ও সাহেদ আহত হন। এরপর তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রুমানের অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, রুমানের মা সেলফা বেগম থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।এ মামলা এখন হত্যা মামলায় রূপান্তর হবে।

তিনি আরও জানান, আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

ইউপি নির্বাচন ২০১৬হাজিপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

/এআর/