পাবনায় প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতা নিহত

পাবনাপাবনা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে আব্দুর রহিম বিশ্বাস (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  রবিবার সকাল দশটার দিকে উপজেলার পয়দা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সদর উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা। তিনি গয়েশপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  
নিহতের ফুফাতো ভাই হাবিব বিশ্বাস জানান, গয়েশপুর ইউনিয়নের ৩ নং  ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সান মোল্লা ও আমজাদ হোসেন বিশ্বাস এবং তাদের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে মেম্বার প্রার্থী আমজাদ বিশ্বাসের ভাতিজা রহিম বিশ্বাস পয়দা বাজারে গেলে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী সান মোল্লা ও তার সমর্থক কয়েকজন অতর্কিতভাবে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা রহিম বিশ্বাসকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম জানান, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশি আটক 

/এআর/