বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

বগুড়াবগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার (৩ জুন) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজট লেগে ছিল।

শেরপুর থানার উপপরিদর্শক বুলবুল ইসলাম জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের আট যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। আহতদের মধ্যে আর চার থেকে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শজিমেক হাসপাতালের সংশ্লিষ্টরা।

/এফএস/