সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সোয়া তিনটায় শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা ওই বাড়িতে বসে গোপন বৈঠক করছিল। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, গ্রেনেডসহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম ও ৯টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
বিটি/ এপিএইচ/
আরও পড়ুন:
যে কারণে গুলশান-বনানী থেকে রাজনৈতিক কার্যালয় সরানোর পক্ষে আ. লীগ, বিপক্ষে বিএনপি-জাপা
দুবাই থেকে টাকা আসে: ৫১ নেতাকর্মীর পরিবারে ভাগ করে দেয় হুজি নেতা নাজিমউদ্দিন
সবগুলোতে নিরাপত্তা কড়াকড়ি হলেও ঢিলেঢালা মানারাত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে