নিম্নমানের চাল বিতরণের অভিযোগে ডিলারশিপ বাতিল

বগুড়াবগুড়ার কাহালুতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে নিম্নমানের চাল বিতরণ করায় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হয়েছে। বুধবার বিকালে তদারকি কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন।
কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ জন ডিলার রয়েছেন। ডিলার গোলাম মোস্তফা কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারে দুস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ (বিক্রি) করতেন। তিনি খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করলেও তা বিতরণ করেননি।
অভিযোগ রয়েছে, তিনি গুদামের চাল বিক্রি করে দিয়েছেন। বাজার থেকে নিম্নমানের চাল কিনে এখন তা বিতরণ করছেন। বিক্ষুদ্ধ দুস্থরা বিষয়টি কালাই ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরদারকে অবহিত করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানান। পরে বিতরণ করা চাল সংগ্রহ করে গুদামের চালের সঙ্গে যাচাই করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে ডিলার গোলাম মোস্তফাকে কারণ দর্শানো নোটিশ করা হয়। তবে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

এদিকে বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খাদ্যবান্ধব কর্মসূচি তদারকি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সরকারি গুদাম থেকে উত্তোলন করা চালের পরিবর্তে নিম্নমানের চাল বিতরণ করার অভিযোগে গোলাম মোস্তফার ডিলারশিপ বাতিল করা হয়। ওই ডিলার নিম্নমানের চাল বিতরণের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘দুই মাসের চাল গুদাম থেকে তুলে দুস্থদের মাঝে তিনি বিতরণ করেছেন।’

/এনএস/