জয়পুরহাট চিনিকলে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

জয়পুরহাটজয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

চিনিকলের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক কাজী মাহমুদুল হককে প্রধান করে শুক্রবার রাতে তদন্ত কমিটি হয়।

এদিকে দগ্ধ চারজনের মধ্যে চিনিকলের উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া ও ফায়ারম্যান নাজমুল হককে শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে শুক্রবার রাতেই চিনিকলের কৃষির মহাব্যবস্থাপক কাজী মাহমুদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনা চলতি মাড়াই মৌসুমে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি আশ্বস্ত করেন। 

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মাড়াই মৌসুম চালুর জন্য একমাস আগে থেকে মিল চালু করতে হয়। এ অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে চিনিকলের বয়লারের একটি স্ট্রিম লাইনের সংযোগস্থলের নিরাপত্তা বাল্বে বিস্ফোরণ হয়। এ সময় সেখানে কর্মরত উপসহকারী প্রকৌশলীসহ চারজন দগ্ধ হন।

আরও পড়ুন:
জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪

/বিটি/