বগুড়ায় দেশের প্রথম বহুতল খাদ্য গুদাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ ফেব্রুয়ারি বগুড়ার সান্তাহারে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম মাল্টিস্টোরিড ওয়্যারহাউজে (বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম) উদ্বোধন করতে যাচ্ছেন।ওইদিন তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শেষে সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সভা করছেন।

সান্তাহার অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক উপ-সচিব প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, জাপানের দাতাসংস্থা জাইকার সিংহভাগ আর্থিক সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে দেশে প্রথম নির্মিত হলো শীতাতাপ নিয়ন্ত্রিত বহতল খাদ্য গুদাম। ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই মাল্টিস্টোরিড ওয়্যারহাউজ গ্রেইন সাইলো নির্মিত হয়েছে ‘সান্তাহার খাদ্য শস্য সাইলো’ ক্যাম্পাসে। ১৯৬৯ সালে নির্মিত খাদ্য শস্য (গম) সাইলোর ধারণ ক্ষমতাও ২৫ হাজার মেট্টিক টন। সে সময় জমি ক্রয়সহ ২৩ তলার সমান উঁচু দুট ও ২৫ তলার সমান একটি ভবনসহ সব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ লাখ ৪০ হাজার ৬৫ মার্কিন ডলার।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত পত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় সান্তাহার আসবেন। এরপর সান্তাহার বহুতল খাদ্য গুদাম প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার নন্দিগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলার বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, গাবতলীর মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, শাজাহানপুর থানা ভবন, শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নন্দিগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধন করবেন।

পাশাপাশি বগুড়া প্রেসক্লাব ভবন, শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গাবতলী উপজেলার খৈলসাকুড়ি ব্রিজ, একই উপজেলার জয়ভোগা ব্রিজ, সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী ব্রিজ, কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীন যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলার ১০ কিলোমিটার রাস্তা ও সারিয়াকান্দি উপজেলায় ১০ কিলোমিটার রাস্তা নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।

/এআর/