১৭ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার ১১ জনই প্রমাণ দিতে ব্যর্থ

জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলার ১৭ জন মুক্তিযোদ্ধা ‘ভুয়া’ বলে অভিযোগ ওঠেছে। এর মধ্যে ছয়জন প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র জমা দিয়েছেন। বাকি ১১ জনই কোনও কাগজপত্র দেখাতে পারেননি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই শেষে কমিটির সূত্রে বিষয় জানা গেছে।

যারা প্রমাণ দিতে পারেননি তারা হলেন, সোলায়মান আলী, নিজাম উদ্দিন, মোজাম্মেল হক, জমির উদ্দিন, ওসমান আলী (মৃত), আব্দুল মোমিন, মনিরূপ ইসলাম, সোলেমান আলী, মোকলেছার রহমান, মোয়াজ্জেম হোসেন ও মোজাফ্ফর রহমান।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাছে সদর উপজেলার ভাতাপ্রাপ্ত ১১ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে অভিযোগ কমান্ডার আফছার আলীসহ ৬০ জন। অন্যদিকে কমান্ডারসহ ভাতাপ্রাপ্ত ৬ মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে অন্য দুজন মুক্তিযোদ্ধা। পরে উপজেলা যাচাই-বাছাই কমিটি বৃহস্পতিবার প্রয়োজনীয় কাগজপত্রসহ উভয়পক্ষকে হাজির হতে বলেন। কিন্তু বাছাই কমিটির কাছে ১১ জন মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণ নেওয়ার কোনও কাগজপত্র জমা দিতে পারেননি। অথচ তারা দীর্ঘদিন মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছেন।

আর বাকি ৬ জনের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী তার প্রয়োজনীয় কাগজ দাখিল করলেও যুদ্ধের সময়কার বয়স নিয়ে প্রশ্ন তোলেন অভিযোগকারীরা। বাকি ৫ জন আংশিক কাগজপত্র দাখিল করেছেন।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন বলেন, ‘যে ১৭ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে ১১ জন মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণ নেওয়ার কোনও কাগজপত্র দিতে পারেননি। অন্য ৬ জন তাদের কাগজপত্র দিয়েছেন।’

উপজেলা বাছাই কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, শুনানি শেষে তারা কাগজপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে সরকারি নীতিমালা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

/এআর/এসটি/