বাংলাদেশি দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন, আবুল কালাম (৩০) ও রাকিব হোসেন (৩২)। মঙ্গলবার দুপুরের দিকে পতাকা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিএসএফের বরাত দিয়ে নওগাঁ-১৪ বিজিবির কমান্ডিং অফিসার মোহাম্মদ আলী রেজা জানান, ভোর রাতের দিকে ওই দুই রাখাল গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যায়। এ সময় বিএসএফের একটি স্পেশাল টিম তাদের ধরে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরের দিকে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয়েছে বলেও জানায় বিজিবি।

আটককৃত আবুল কালাম উপজেলার কালাই গ্রামের শহিদুর রহমান ও রাকিব হোসেন বটতলি গ্রামের মৃত ভোলার ছেলে।

/জেবি/

আরও পড়তে পারেন:  নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করে ছিনতাই: ৩ জনের ৫ বছরের কারাদণ্ড