রাজশাহীতে জেএমবি ও হরকাতুল জিহাদের ৩ সদস্য গ্রেফতার

 

গ্রেফতারকৃত হরকাতুল জিহাদের দুই সদস্যরাজশাহীতে পৃথক অভিযানে একজন সক্রিয় জেএমবি সদস্য এবং হরকাতুল জিহাদের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হরকাতুল জিহাদের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলো- মাগুড়ার আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ মণ্ডল (৩৫) ও সাতক্ষীরার বুলবুল রহমান ওরফে বাবু (২২)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। জিহাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন স্থানে সাংগঠনিক প্রশিক্ষণও নিয়েছেন। এদের অস্ত্র চালনার প্রশিক্ষণও আছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে সোমবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চারঘাট মডেল থানা পুলিশ রাজশাহী ফায়ার সার্ভিস সামনে থেকে বাগমারা থানার শীতালই গ্রামের আবদুল হামিদের ছেলে ইসরাত জাহান কামালকে (৩২) গ্রেফতার করা হয়।

এই ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান ভুইয়া বাংলা ট্রিবিউনকে জানান, পলাতক জেএমবি সদস্য কামাল রাজশাহীতে আত্মগোপন রয়েছে এমন সংবাদ পেয়ে রাজশাহী গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তার নামে চারঘাট মডেল থানা ও বাগমারা থানায় মামলা রয়েছে।

/এআর/