নওগাঁয় অরক্ষিত মুক্তিযোদ্ধাদের অর্ধশত গণকবর

Naogaon picture.23-03-2017নওগাঁর ১১টি উপজেলায় অযন্ত আর অবহেলায় পড়ে আছে শহীদ মুক্তিযোদ্ধাদের অর্ধশত গণকবর। মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমিক মানুষের আত্মত্যাগের স্মৃতিচিহৃ বধ্যভূমি ও গণকবরগুলো রক্ষণাবেক্ষণের কেউ দায়িত্ব পালন করছে না। এর ফলে বর্তমান প্রজন্মের কাছে এই গণকবরগুলো অজানা, অচেনা থেকে যাচ্ছে । জেলা মুক্তিযোদ্ধা সংগঠন থেকে স্মৃতিচিহৃ সংরক্ষণে সরকারের কছে বারবার আবেদন করেও কোনও সাড়া মিলছে না।

শহীদ পরিবারের সন্তানদের দাবি, গণকবরগুলো সংরক্ষণ করে সরকার নতুন প্রজম্মের কাছে তুলে ধরবে।

স্থানীয় সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি.এম.আব্দুল বারী বলেন, নওগাঁয় গণকবরগুলো অতিদ্রুত সংরক্ষণ করতে না পারলে আগামী প্রজন্ম নওগাঁ বাসীর আত্মত্যাগের কথা জানতে পারবে না। তাই দ্রুত গণকবর গুলো সংরক্ষণের দাবি জানাচ্ছি।

১৯৭১ সালের ২৫ এপ্রিল নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামে ৬৭ জন নিরীহ গ্রামবাসীকে কুপিয়ে হত্যা করে একটি পুকুরে ফেলে রেখে যায় হানাদার বাহিনী। এ সময় কয়েকজনের লাশ আত্বীয় পরিজন নিয়ে গেলেও বাকিদের লাশ সেখানেই থেকে যায়।বাঁশ আর ঝোপঝারে সেই ছোট পুকুরটি এখন স্মৃতি বহণ করছে । একই অবস্থা পার নওগাঁ মণ্ডলপাড়া গণকবরের । এছাড়া মান্দার পাকুরিয়া, আত্রাইয়ের আতাইকুলাসহ অনেক গণ কবরের এখনও খোঁজ মেলেনি ।

নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশীদ বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কয়েকবার আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, যেসব গণকবর চিহিৃত হয়েছে, সেখানে যথাযথ সংরক্ষণ ও মিনি যাদুঘর করে সেখানে মুক্তিযোদ্ধাদের ইতিহাস থাকবে।’

নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান বলেন, ‘যেসব বধ্যভূমি চিহিৃত করা হয়েছে সেগুলো বাউন্ডারি ওয়ালসহ মিনি মিউজিয়াম করার লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রনলয়ে প্রস্তাব দেওয়া আছে। এদিকে গণকবরগুলো হারিয়ে যাওয়ার শেষ চেষ্টা হিসেবে তাল গাছে শুধূ একটি সাইনবোর্ড ঝুলিয়ে শহীদদের স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে । এভাবে অর্ধশত গণকবর স্মৃতির আড়ালে হারিয়ে যাচ্ছে।’ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গণকবরগুলো সংরক্ষণে এগিয়ে আসবে প্রশাসন এমন দাবি শহীদ পরিবারের সন্তানদের।

/এআর/