উত্তরাঞ্চলে পণ্য পরিবহন কর্মবিরতি স্থগিত

ec628c27743101c74c1a82480bfd32aa-5922a4cbcfc28বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় শুরু হওয়া ৭২ ঘন্টার পণ্য পরিবহন কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে এ ঘোষণা দেওয়ায় বিভিন্নস্থানে আটকে থাকা পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে। এতে বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানা গেছে, উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি সাত দফা দাবি আদায়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় রবিবার (২১ মে) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ কর্মবিরতির ডাক দেয়। এ অচলাবস্থা নিরসনে সরকারিভাবে কেউ তাদের না ডাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা কর্মবিরতি বৃদ্ধি করা হয়। এতে বিভিন্ন স্থানে শত শত পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। কাঁচা শাক-সবজিতে পচন ধরতে শুরু করে। শুধু বগুড়ার মহাস্থান হাটে প্রতিদিন ৫০ লাখ টাকার সবজি বিক্রি বন্ধ থাকে। ফলে সব ধরনের সবজির দাম অর্ধেকে নেমে আসে।

অধিকার আদায় বাস্তবায়ন কমিটি আহবায়ক বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল মান্নান আকন্দ জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের চলমান ৭২ ঘন্টার পণ্য পরিবহণ কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সরকার থেকে ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা জেলা প্রশাসকের সাথে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিক-আপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি নেতাদের বৈঠক আছে।

এদিকে পণ্য পরিবহণ কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করার পরপরই উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আটকে পড়া পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য গাড়ি চলাচল শুরু করেছে। হাট-বাজারগুলোতে প্রাণচাঞ্চল্যে ফিরে এসেছে। কৃষক ও অন্যান্য পেশার মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

/এআর/