রাউধার মৃত্যু: এক মাসেও মেলেনি পুনঃময়নাতদন্তের প্রতিবেদন

মারাউধা আথিফলদ্বীপের নাগরিক ও ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী রাউধা আথিফের পুনঃময়নাতদন্তের প্রতিবেদন এক মাসেও মেলেনি। তদন্তকারীরা এখনও জানেন না রাউধার মৃত্যু হত্যা, না আত্মহত্যা। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘ঢাকা থেকে ভিসেরা রিপোর্ট না আসায় পুনঃময়নাতদন্তের প্রতিবেদন লেখা যাচ্ছে না। তবে তদন্ত থেমে নেই।’
চলতি বছরের ২৪ এপ্রিল পুনঃময়নাতদন্তের জন্য রাউধার লাশ উত্তোলন করা হয়েছিল।
বুধবার (২৪ মে) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আসমাউল হক বলেন, ‘ঢাকায় পাঠানো ভিসেরা রিপোর্ট হাতে পাইনি। ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছি। ভিসেরা রিপোর্ট হাতে পেলে পুনঃময়নাতদন্তের চিকিৎসক টিম প্রতিবেদন লিখবেন। এতে করে অনেক কিছু সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে। তবে তদন্ত কার্যক্রম আমাদের থেমে নেই। আমরা তদন্তের স্বার্থে যা যা করার দরকার সব করছি।’

আলোচিত এই ঘটনায় ভিসেরা প্রতিবেদন পেতে দেরি হওয়ার বিষয়ে জানতে চাইলে আসমাউল হক বলেন, ‘সাধারণত ঢাকায় বিশেষজ্ঞরা এটি তৈরি করে থাকেন। দেশের বিভিন্ন এলাকা থেকে ভিসেরা রিপোর্টের জন্য আলামত পাঠানো হয়। হয়তো এই কারণে দেরি হতে পারে। তবে রিপোর্ট আসলে আপনারা (সাংবাদিক) জানতে পারবেন।’  

এদিকে, বৃহস্পতিবার (২৫ মে) দুপুর বেলা ২টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এই ঘটনার মামলার বিষয় নিয়ে রাউধা আথিফের বাবা চিকিৎসক মোহাম্মদ আথিফ সংবাদ সম্মেলন করবেন। 

উল্লেখ্য ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। পরে ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে ময়না তদন্ত সম্পন্ন হয়। ওই প্রতিবেদনে রাউধা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করে মেডিক্যাল বোর্ড।

পরে গত ১১ এপ্রিল রাউধার মৃত্যুর ঘটনায় রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের পাঁচ সদস্যের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বলা হয়, রাউধা আত্মহত্যা করেছে বলেই তাদের মনে হয়েছে।

রাউধার মৃত্যুর ১২ দিন পর গত ১০ এপ্রিল তার সহপাঠী সিরাতকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ। রাজশাহীর আদালতে দায়ের করা ওই মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। সেই অনুযায়ী হত্যা মামলা রেকর্ড করে পুলিশ। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পরে রাউধার মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলার তদন্তের ভারও দেওয়া হয় সিআইডিকে। ২০ এপ্রিল থেকে মামলা দুইটি তদন্ত শুরু করে সিআইডি।

/এএ/