ঈদেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মহাসড়ক মেরামত

SIRAJGANJ photo on RHD roads & Bridge-22-06-17বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের নলকা-হাটিকুমরুল মহাসড়কে ঈদের আগেও মেরামত কাজ চলছে। স্থায়ী কোনও সমাধান না হওয়ায় সারা বছর ধরে এ মেরামতের কাজ চলে বলে জানা গেছে।  তাই ঈদের এর ব্যতিক্রম ঘটেনি। এতে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।   

বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় চলাচলকারী যানবাহনের সংখ্যা ঈদের আগে কয়েকগুন বেড়ে যায়। এ কারণে ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।  এছাড়া এ সময় নলকা-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর ভঙ্গুর ও অকেজো জয়েন্ট এক্সপানশনগুলো সড়ক ও জনপদ অধিদফতর (সওজ ) থেমে থেমে মেরামত করায় আরও বেশি ব্যাহত হচ্ছে যানবাহন চলাচলের।জানা গেছে, সওজ থেকে বিটুমিন ও ইট-পাথরের মিশ্রন সেটে দেওয়ায় নলকা সেতুর ওপরের জয়েন্ট এক্সপানশনগুলো বিগত প্রায় এক দশক ধরে অকেজো রয়েছে। প্রচণ্ড রোদে এই সড়কের বিটুমিন ও ইট-পাথরের মিশ্রন সরে যাচ্ছে। তাই ঈদের আগে সেখানে সওজ কয়েকদিন থেকে মেরামত করছে। অসময়ে মেরামতের জন্য সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত ২১ কিলোমিটার মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছ। এতে বিপাকে পড়ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

সিরাজগঞ্জসওজ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, নলকা সেতুর ওপর জয়েন্ট এক্সপানশন অকেজো হয়ে গেছে। গতবার শুধু পাথর ও বিটুমিন দিয়ে মেরামত কাজ করা হলেও এবার আস্ত ইট বিছিয়ে বিটুমিন দিয়ে কয়েক প্রলেপ দেওয়া হচ্ছে। এরপর তার ওপর কুচি ও বড় পাথর দিয়ে ঢেকে দিয়ে আবারও বিটুমিন দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, যেহেতু উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্থায়ী উদ্যোগ নিচ্ছে না, তাই বাধ্য হয়ে অস্থায়ী মেরামত করা হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, সিরাজগঞ্জের মহাসড়ক বা আঞ্চলিক রাস্তাঘাট নিয়ে কোনও সমস্যা নেই। ছোটখাট গর্ত সৃষ্টি হলেও আমাদের নিজস্ব জনবল দিয়ে মেরামত কাজ চলছে। নলকা সেতুর স্থায়ীত্বকাল পার হয়ে গেছে। নতুন করে কোনও উদ্যোগ না নেওয়ায় আপাতত মেরামত করেই সচল রাখা হচ্ছে।

/এমডিপি/