সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে ও দাদাসহ ৪ জন নিহত হয়েছেন। তারা চারজনই মাইক্রোবাসের যাত্রী। এসময় আহত হয়েছেন ৫ জন। বুধবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে সলঙ্গা থানার রয়হাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া জেলার কাহালুর বামগারা গ্রামের সলেয়মান মিয়া (৬৫), তার পুত্রবধু লিলি আকতার (৩২) ও নাতি সাগর হোসেন (১৪)। নিহত আরেকজন মাইক্রোবাসচালকের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, বগুড়া থেকে ঢাকাগামী মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-১৮৮৩) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী ধানসিঁড়ি পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৫০২৭ নম্বর বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ সদস্যসহ ৪ মাইক্রেবাসযাত্রী নিহত হন। আহত হন ৫ জন।

তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে। নিহতদের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এছাড়া আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় ঘণ্টাখানেক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

/এআর/এএ/এমএনএইচ/