বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৮

 

বগুড়ার শেরপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাকবগুড়ার শেরপুরের ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই আশুতোষ মিত্র এ তথ্য জানান।

বগুড়ার শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকা ছেড়ে আসা গাইবান্ধাগামী বর্ণালী স্পেশাল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪৮৯২) শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় ফুড ভিলেজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীতমুখী ভুট্টাবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৭০০২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাস একজন মারা যান। তার নাম আবদুল জলিল। এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে একজন ও বেলা ১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়ার পর আরও একজন মারা যান।

/এমএনএইচ/