নওগাঁয় ট্রাক খাদে পড়ে নিহত ছয়

নওগাঁয় ট্রাক খাদে

নওগাঁর মান্দায় বাঁশ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে ৬ জন নিহত ও চার জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বুড়ির ব্রিজের অদূরে হাজী গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি আনিছুর রহমান।

নিহতরা হলেন, ‘রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে আব্দুল মান্নান (৩৮) ও দলিল উদ্দিনের ছেলে আশরাফ আলী (৩০), হরিপুর গ্রামের গেনার ছেলে সাহেব আলী (৪৫), নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা গ্রামের দিলিপ সাহার ছেলে দিপেন্দ্রনাথ সাহা (৪৬) ও নওগাঁর পাইকপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৮) এবং জয়পুরহাট জেলার জামালপুর এলাকার বেলাল সরকার ছেলে আমিনুর রহমান (৫২)। নিহতরা সবাই বাঁশ ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় জয়পুরহাট জেলার ধানমন্ডি এলাকার ফজলুর রহমানের ছেলে রায়হান (৩৫), নওগাঁর বদলগাছি উপজেলার ইসমাইলপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সোহল রানাসহ (৪২) ৪ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁয় ট্রাক খাদে ২

দুর্ঘটনা কবলিত ট্রাকের যাত্রী সুশান্ত চন্দ্র জানান, ট্রাকটি জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে রাজশাহীর মোহনপুর হাটে যাচ্ছিল। পথে বুড়ির ব্রিজের অদূরে হাজী গোবিন্দপুর নামক স্থানে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক একেএম মোরশেদ জানান, ওভার লোডের কারণেই ট্রাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি টিম দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ৬ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ড্রাইভার ও হেলপারসহ তিন জন পালিয়ে গেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মামলা-জরিমানায়ও থামছে না পাহাড় কাটা