সাথীর আত্মহত্যা: বখাটে ইয়ামিনের বাবার দু’দিনের রিমান্ড মঞ্জুর

সাথীর আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারি

বগুড়ায় নবম শ্রেণীর ছাত্রী রোজিফা আকতার সাথীকে (১৫) আত্মহত্যার প্ররোচনার মামলায় বখাটের হুজাইফাতুল ইয়ামিনে বাবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীরা বখাটে হুজাইফাতুল ইয়ামিনের বয়স কম দাবি করায় তার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। রবিবার বিকালে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ আদেশ  দেন। কোর্ট ইন্সপেক্টর শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম আসামি মীর আমিনুর ও তার ছেলে ইয়ামিনকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আমিনুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এজাহারে বখাটে ইয়ামিনের বয়স ২০ থাকলেও অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ও অন্যরা ১৫-১৬ দাবি করেন। ফলে আদালত তার রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত দেননি। ইয়ামিনের বয়স কম হলেও তার মামলা শিশু আদালতে চলবে। তাকে যশোহরের পুলেরহাট শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আদালত সূতে জানা যায়, গত ১২ অক্টোবর বাবা-ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জিয়ানগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর মেয়ে সাথী জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। স্কুল ও কোচিংয়ে যাওয়ার পথে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আমিনুর রহমানের ছেলে এএসসি পরীক্ষার্থী হুজাইফাতুল ইয়ামিন তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে ইয়ামিনের বাবা ও জনপ্রতিনিধির কাছে নালিশ করে লাভ হয়নি। সর্বশেষ গত ৮ অক্টোবর কোচিং থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে ইয়ামিন তার হাত ও ওড়না ধরে টানাহেঁচড়া করে। পরে সাথী স্কুল না গিয়ে দুপুরে বাড়ি ফিরে ক্ষোভে-দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে তার বাবা রব্বানী দুপচাঁচিয়া থানায় বখাটে ইয়ামিন ও তার বাবা বিরুদ্ধে তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

আরও পড়তে পারেন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১৫