নকল সরবরাহের চেষ্টা ও উত্ত্যক্ত করায় তিন জনের কারাদণ্ড

কারাদণ্ড

বগুড়ায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা করায় এক তরুণকে ও দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিভিন্ন সময় গ্রেফতার এই তিন জনকে রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ সাজা দেন। পরে সাজাপ্রাপ্ত তিন জনকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার মুরইল গ্রামের নুর মোহাম্মদ রবিবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক জেএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

অন্যদিকে উপজেলার চকঝিনাহাট গ্রামের শাহাদত হোসেন (৩৭) প্রতিবেশী এক গ্রাম পুলিশের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। রবিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ ওই গ্রাম পুলিশের সহযোগিতায় বখাটে শাহাদত হোসেনকে গ্রেফতার করে। বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দেন আদালত।

এছাড়া শিবগঞ্জের বেলাই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে তাইজুল ইসলাম (৩৫) প্রতিবেশি এক তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। পুলিশ রবিবার সকালে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 আরও পড়তে পারেন: চিকিৎসার নামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন