জয়পুরহাটে নবান্ন উৎসব উদযাপন

নবান্ন উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে ধান কাটা উৎসব শেষে অতিথিদের ক্ষীর দিয়ে আপ্যায়ন করা হয়। 

শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণের পর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে স্থানীয় মাঠে ধান কাটা উৎসবে অংশ নেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।