বগুড়ায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় তিন বখাটের জেল

ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রাপ্ত তিন বখাটে

বগুড়ার সোনাতলার হরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় গেটে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধের ভ্রাম্যমাণ আদালত তিন বখাটেকে হাতেনাতে ধরে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম তাদের এ সাজা দিয়েছেন। পরে পুলিশ তাদের বগুড়া জেলখানায় পাঠিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো, সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ গ্রামের নয়ন বেপারি (২০), একই গ্রামের সুমন মণ্ডল (২২) ও ইদ্রিস আলী (২১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নয়ন, সুমন ও ইদ্রিস দীর্ঘদিন ধরে হরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম হরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি জানতে পারেন, তিন বখাটে হরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করছে। তিনি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নয়ন, সুমন ও ইদ্রিসকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে নয়ন ও সুমনকে দুই মাস করে এবং ইদ্রিসকে এক মাসের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম জানান, সোনাতলায় কোনও বিদ্যালয়ে উত্ত্যক্তকারীদের ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১