ভূমিমন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবি সাংবাদিকদের





পাবনায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন পাবনার রূপপুরে সাংবাদিকদের ওপর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত সাংবাদিকরা। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন ও সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতিন খান প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের মূলহোতা ভূমিমন্ত্রীর ছেলে তমাল ও তার সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের ওপর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার বাহিনী হামলা করে। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয় ও ক্যামেরা পার্সন মিলন হোসেন।