রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের বিজয় শোভাযাত্রা

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের বিজয় শোভাযাত্রারাজশাহীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। এছাড়া জীবিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দুপুরে শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে মিলনমেলারও আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বর থেকে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রাটি বের করা হয়। বিজয় শোভাযাত্রাটি ভদ্রার স্মৃতি অম্লান থেকে স্বচ্ছ টাওয়ার হয়ে রেলস্টেশন, শহীদ কামারুজ্জামান চত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট, সোনাদীঘির মোড়, সদর হাসপাতালের মোড় ও কাশিয়াডাঙ্গা মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আকতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেছা তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, রাজশাহীর সাবেক ডেপুটি মেয়র আবদুল হাদি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান।

মুক্তিযোদ্ধারা জানান, আগে এ ধরনের আয়োজন হতো না। কিন্তু গত চার বছর ধরে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এসব আয়োজন করা হচ্ছে। এতে করে আমরা বছরে একবার হলেও সবাই এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ পেয়ে থাকি।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার দিনব্যাপী রাজশাহী শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় ।