দুই যুবলীগ নেতার শাস্তির দাবিতে আ.লীগের বিক্ষোভ

আওয়ামী লীগের সমাবেশসিরাজগঞ্জের বেলকুচিতে দুই যুবলীগ নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। রবিবার (২১ জানুয়ারি) বিকালে বেলকুচি ডিগ্রি কলেজর সামনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে সমাবেশ শেষে তারা বিক্ষোভ করেন।

যুবলীগের দুই নেতা হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার। বেলকুচি পৌরসভা ভাঙচুর ও মেয়রকে লাঞ্ছিত করার মামলায় ১৮ জানুয়ারি তাদের গ্রেফতার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজি খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও পৌর মেয়র আশানুর বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল নয়। কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না। যারা দলের ভেতরে থেকে সন্ত্রাস করে, তারা আগাছা।  দল থেকে এসব আগাছা পরিষ্কার করতে হবে।’

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা অংশ নেনসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা অংশ নেন।

বেলকুচি পৌরসভায় হামলা ও মেয়র আশানুর বিশ্বাসকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গত ১৮ জানুয়ারি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকারকে গ্রেফতার করে ডিবি।