২২ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

ফাইল ছবি২২ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের ছয় দফা দাবি মেনে নেওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে পাথর আমদানি শুরু হয়।  

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ভারতের মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে রবিবার এক সমঝোতা বৈঠকে তারা বাংলাদেশি আমদানিকারকদের ছয় দফা দাবি মেনে নেন। পরে মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মানবেন্দ সরকার ও সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুর মধ্যে আলোচনা সভার যৌথ স্বাক্ষরিত সিদ্ধান্তের কপি বন্দর সংশ্লিষ্টদের দেওয়া হয়। এরপর আজ  সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি শুরু হয়।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সোলাইমান জানান, ২২ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে ভারতীয় পাথর ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

বিভিন্ন জটিলতায় গত ২১ জানুয়ারি থেকে এ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। এতে সরকারের প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।