বাস-মোটরসাইকেল সংঘর্ষের পর বিস্ফোরণ, নিহত ৩

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ধাক্কায় মোটরসাইকেলটির ইঞ্জিন বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে যায়। তবে বাসের কোনও যাত্রী দগ্ধ হননি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে গুরুদাসপুরের চাঁছিকাটা এলাকায় এই ঘটনা ঘটে।  

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে স্থানীয় একটি বাস নাটোরের উদ্দেশে যাচ্ছিল। পথে চাঁছিকাঠা টোলপ্লাজার ৮ কিলোমিটার পূর্ব দিকে এই বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। পরে মোটরসাইকেলের ইঞ্জিনটি বিস্ফোরিত হয় এবং সেখান থেকে বাসেও আগুন লেগে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় বাসের কোনও যাত্রী দগ্ধ হননি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।