বিমান বিধ্বস্ত: নেপালের হাসপাতালে স্বামীসহ রুয়েটের শিক্ষক

শিক্ষক ইমরানা কবির হাসি ও তার স্বামী রাকিবুল হাসাননেপালে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক ইমরানা কবির হাসি এবং তার স্বামী রাকিবুল হাসান ছিলেন। তারা আহত অবস্থায় নেপালের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। ইমরানা কবির রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক।  


সোমবার (১২ মার্চ) রাত ১০টার দিকে তাদের ব্যাপারে রুয়েটে উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ বলেন, ‘আমরা ছাত্রসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পেরেছি তারা নেপালের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। হাসি ও তার স্বামী ছুটি কাটাতে নেপাল যান। তারা ওই বিমানের যাত্রী ছিলেন। আমরা দ্রুত তাদের সুস্থতা কামনা করছি।’
ইমরানা কবির হাসি ২০১৭ সালের ৩০ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তার স্বামী রকিবুল হাসান ঢাকায় একটি বেসরকারি সফটওয়ার কোম্পানিতে চাকরি করেন। তিনিও রুয়েটের শিক্ষার্থী ছিলেন। শিক্ষক হাসি রাজশাহীর মুন্নাফের মোড় এলাকায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি টাইঙ্গালে।