নওগাঁয় ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ





নওগাঁনওগাঁয় শাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে ভুল অপারেশনে আল এখলাস ( ৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার ( ১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকে হামলা করে ভাঙচুর চালিয়েছে শিশুটির স্বজনরা। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখলাস জেলার আত্রাই উপজেলার দিঘা উত্তর পাড়া গ্রামের শুকবর আলীর ছেলে। 

শিশুরটির বাবা শুকবর আলী বলেন, ‘শনিবার (১৪ এপ্রিল) বিকালে টনসিল অপারেশনের জন্য এখলাসকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে ওই ক্লিনিকের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আসাফুদ্দৌলা শিশুটির অপারেশন করে। অপারেশনের পর থেকে শিশুটির আর জ্ঞান ফিরেনি। আমরা বার বার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কেউ কোনও বিষয় না জানিয়ে ক্লিনিকে থেকে সরে পড়ে।

ওসি জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।  মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।