রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ১

রাজশাহীরাজশাহী তানোর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তরুণের নাম মনিরুল ইসলাম (২১)। সে উপজেলার কাশিমবাজার ফকিরপাড়া গ্রামের কুতুব আলীর ছেলে। তার বিরুদ্ধে শনিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে বাদী হয়ে মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর মা। ওই রাতেই মনিরুলকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় মনিরুলের। সে বিবাহিত হলেও সে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে কথা চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটিকে বিয়ে করবে জানিয়ে তাকে শুক্রবার কৌশলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে এক বন্ধুর বাড়িতে মেয়েটিকে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বিয়ের প্রসঙ্গ তুললে তাকে মারধরও করে মনিরুল। পরে মেয়েটি মোবাইল ফোনে মায়ের কাছে ঘটনা খুলে বলে। মেয়েটির পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং মনিরুলকে আটক করে।
ওসি রেজাউল ইসলাম বলেন, মনিরুল মেয়েটির সঙ্গে প্রতারণা করে তাকে অপহরণ ও ধর্ষণ করেছে। সে মেয়েটিকে মারধরও করেছে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। এ ঘটনায় মনিরুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে।
আরও পড়ুন-
‘মেয়েদের নিরাপত্তা চাই’
ভোলায় জমি নিয়ে সংঘর্ষে বাড়িঘরে হামলা, আহত ৮