ছোট অগ্নিকাণ্ডে বের হলো বড় দুর্নীতি

অফিসের গেটে দুর্নীতিমুক্ত ব্যানার ঝুলিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গোদাগাড়ী জোন-২ এর হিসাব শাখায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর রাতে আগুন লেগেছিল। খুব বড় অগ্নিকাণ্ড না হলেও পরদিন ২৭ ডিসেম্বর এই ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এই তদন্তেই বেরিয়ে এসেছে বড় দুর্নীতির ঘটনা। এই ঘটনা বিএমডিএতে বেশ আলোড়ন তুলেছে। 

বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবুল কাসেমের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অগ্নিকাণ্ডের জন্য গোদাগাড়ী জোন-২ এর সহকারী কোষাধ্যক্ষ খাবিরুদ্দিন ও সহকারী হিসাবরক্ষক মতিউর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। অর্থ আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে তারা আগুন লাগান। একইসঙ্গে এই দুই ব্যক্তির প্রতি নজরদারি না করে নিজ দায়িত্বে অবহেলা করেছেন তিন সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম (বর্তমানে কর্মরত মোহনপুর জোনে), সৈয়দ জিল্লুর বারী (বর্তমানে কর্মরত গোদাগাড়ী জোনে) ও আনোয়ার হোসেন (বর্তমানে কর্মরত নওগাঁর আত্রাই জোনে)।

তদন্ত কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৬ ডিসেম্বর গোদাগাড়ী জোন-২ এর হিসাব শাখার সহকারী কোষাধ্যক্ষ খাবিরুদ্দিনকে পাশের উপজেলা তানোর জোনে বদলির আদেশ দেওয়া হয়।দায়িত্বভার হস্তান্তরের বিষয় থাকায় বিভিন্ন নথিপত্র ধ্বংস করে নিজেকে বাঁচানোর জন্য ওই আগুনের সূত্রপাত ঘটান তিনি। কারণ, তিনি বিভিন্ন সময়ে ১৫০টি চেক জালিয়াতির মাধ্যমে ৩৪ লাখ ৪৭ হাজার ৮৩৬ টাকা অতিরিক্ত উত্তোলন করেছিলেন। সুকৌশলে চেক জালিয়াতির মাধ্যমে হিসাবরক্ষক মতিউর রহমানও ৯৮ হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করেছিলেন। ২০১০ সালের ৩১ অক্টোবর থেকে ২০১২ সালের ২৬ জুলাই পর্যন্ত গোদাগাড়ী জোনের দায়িত্বে ছিলেন সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন। তার মেয়াদে ২০১১ সালের ৩০ নভেম্বর ০৯৭৮৪৫০ নম্বর চেকটির মূল টাকার পরিমাণ ছিল মাত্র ১৫৪ টাকা। এই চেকে স্বাক্ষর ছিল প্রকৌশলী আনোয়ার হোসেন ও হিসাবরক্ষক মতিউর রহমানের। তবে ১৫৪ (টাকা) সংখ্যার আগে ৮৯ বসিয়ে মোট ৮৯ হাজার ১৫৮ টাকা উত্তোলন করা হয়। এতে ৮৯ হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। এছাড়াও উচ্চ উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে ২০১২ সালের ২৮ জুন ০৯৭৯৩৭৯ নম্বরের চেকের মুড়িতে ১ হাজার টাকার চেকে লেখা ছিল ৩৮২ টাকা। যা কেটে ১০ হাজার টাকা করা হয়েছে। মুড়িতে উল্লিখিত টাকার হিসাবে ৯ হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়েছে।

দুর্নীতি সংক্রান্ত নথিপত্রএ ব্যাপারে তদন্ত কমিটি সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের কাছে লিখিতভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘০৯৭৮৪৫০ নম্বরের চেকটির মাধ্যমে ভ্যাট বাবদ ১৫৪ টাকার চেক ইস্যু করেছিলেন। কিন্তু সহকারী হিসাব রক্ষক মতিউর রহমান সুকৌশলে কথায় একশত চুয়ান্ন টাকা এবং উপরের লাইনে ঊননব্বই হাজার টাকা লিখে ক্যাশ করেছেন। যা মতিউর রহমান আত্মসাৎ করেছেন। অপর চেকটি (০৯৭৯৩৭৯) সম্পর্কে মতিউর রহমান বলেছেন, ‘চেকটি ছিল তেলের বিলের ভ্যাটের চেক। কোনও কারণে চেকটি কাটাকাটি হওয়ায় ইনিসিয়াল দেওয়া হয়। সেই ইনিসিয়ালকে কাজে লাগিয়ে সহকারী কোষাধ্যক্ষ খাবিরুদ্দিন ১০ হাজার টাকা লিখে ক্যাশ করে আত্মসাৎ করেছেন। আগুন লাগার ঘটনার জন্য খাবিরুদ্দিনই দায়ী। কারণ, সহকারী কোষাধ্যক্ষের তালাবদ্ধ কক্ষে অন্য কারও পক্ষে আগুন লাগানো সম্ভব নয়। আত্মসাতের ঘটনা যেন প্রমাণ না করা যায় সেজন্য সহকারী কোষাধ্যক্ষ খাবিরুদ্দিন আগুন লাগিয়ে নথিপত্র ধ্বংস করার চেষ্টা করেছেন।’

২০১২ সালের ৩০ জুলাই থেকে ২০১৬ সালের ১৭ আগস্ট পর্যন্ত গোদাগাড়ী জোন-২ এ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন জিএফএম হাসনুল ইসলাম। আগুন লাগার ঘটনা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কমিটির কাছে বর্তমানে মোহনপুরে জোনে কর্মরত সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম জানান, দফতরের একটি কক্ষেই আগুন লেগেছে। এজন্য সহকারী কোষাধ্যক্ষ খাবিরুদ্দিনই দায়ী। ভ্যাট ও আয়কর জমা প্রদানের তথ্য সংক্রান্ত কোনও রেজিস্টার নেই। ফলে বিষয়টি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়নি। কিন্তু তদন্ত কমিটির জিএফএম হাসনুল ইসলামের বক্তব্যকে অসত্য বলেছেন। কারণ আগের সহকারী প্রকৌশলীদের সময়ে ২০০৯ সালের ২২ নভেম্বর থেকে ভ্যাট ও আয়কর জমা সংক্রান্ত রেজিস্টার খোলা হয়। সে রেজিস্টার ব্যবহার করে ভ্যাট ও আয়কর জমা মনিটর করেছেন।

দুর্নীতি সংক্রান্ত নথিপত্রতদন্ত কমিটির সাক্ষাৎকারে সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলামকে জিজ্ঞেস করা হয়, গোদাগাড়ী উপজেলার মান্ডইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে গাছ কাটার বিপরীতে জরিমানা বাবদ ১০ হাজার টাকা গ্রহণ করেছেন কিনা? জবাবে জিএফএম হাসনুল ইসলাম তদন্ত কমিটির কাছে জরিমানার টাকা আদায়ের কথা স্বীকার করলেও অফিসে জমা প্রদানের কোনও প্রমাণ বা সদুত্তর দিতে পারেননি। কর্তন করা গাছটি অফিসে নিয়ে এসে কিছুদিন পর খাবিরুদ্দিন চেরাই করার উদ্দেশ্যে গোদাগাড়ী নিয়ে যান; যা জিএফএম হাসনুল ইসলাম অবগত ছিলেন।

২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন সৈয়দ জিল্লুর বারী। তদন্ত কমিটি জানতে পারে সৈয়দ জিল্লুর বারীর অতিরিক্ত সময়ে চেক জালিয়াতি করে ২০ হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়েছে। তদন্ত কমিটির এক প্রশ্নের জবাবে সৈয়দ জিল্লুর বারী বলেছিলেন, ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ইস্যুকৃত চেকটির (নম্বর-০৪৮৪৯৪১) মুড়িতে ১ হাজার ৯৪ টাকা হিসাবে আমার স্বাক্ষর রয়েছে এবং মূল চেকটিও ১ হাজার ৯৪ টাকা হিসাবে স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু খাবিরুদ্দিন অত্যন্ত সুকৌশলে মূল চেকে টাকার অঙ্কের সামনে ২ লিখে এবং কথায় এক হাজারের ১-কে একুশ লিখে একুশ হাজার চুয়ানব্বই টাকা করেছেন। তিনি ওই টাকা উত্তোলন করে এককভাবে আত্মসাৎ করেছেন। এছাড়াও খাবিরুদ্দিন বিভিন্ন সময়ে আদায়কৃত ভ্যাট ও আয়কর বাবদ ৪ লাখ ৪৪ হাজার ৮৩৫ টাকা জমা না করে আত্মসাৎ করেছেন।

২০১৭ সালের ৭ ডিসেম্বর তিন প্রকৌশলীর বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক ব্যাখা চেয়ে সাত কার্যদিবসের মধ্যে নির্বাহী পরিচালক বরাবরে দাখিলের জন্য ব্যাখা তলব করেছিলেন বিএমডিএ সচিব সাইফুর রহমান খান। এ ব্যাপারে সাইফুর রহমান খান বলেন, ‘এ ঘটনার সমস্ত ফাইল আমি প্রধান নির্বাহী পরিচালকের দফতরে পাঠিয়ে দিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।’

দুর্নীতি সংক্রান্ত নথিপত্রবিএমডিএর প্রধান নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন,‘অভিযুক্ত খাবিরুদ্দিন ও মতিউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কেন তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না মর্মে প্রথমবার নোটিশ দেওয়া হয়েছে। আরও দুবার নোটিশ দেওয়া হবে। এরপরই তাদের চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হবে। তারা চোর। চাকরি করতে আসেনি। সরকারি টাকা তারা চুরি করতে এসেছে। তাদের চাকরি করার কোনও যোগ্যতা নেই। তাদের কোনও লজ্জা নেই। চোরদের আবার লজ্জা থাকে নাকি?’ তিনি আরও বলেন, ‘এছাড়াও নিজ কাজে অবহেলার জন্য তিন সহকারী প্রকৌশলীকে তলব করা হয়েছে। তদন্ত শেষে এই তিন জনের জড়িত থাকার প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও মামলা হয়েছে কিনা, তদন্ত প্রক্রিয়ায় ধীরগতি কেন–এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ বলেন,‘আমরা ফৌজদারি মামলা করতে পারি না। তাই আমরা দুর্নীতি দমনকে বিষয়টি তদন্ত করে মামলা করার সুপারিশ করেছি। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। কারণ, চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা অতিরিক্ত অর্থ তাদের কাছ থেকে আদায় করতে হবে।’

চেকগুলো ন্যাশনাল ব্যাংক গোদাগাড়ী শাখা থেকে ক্যাশ করেছিলেন কোষাধ্যক্ষ খাবিরুদ্দিন ও হিসাবরক্ষক মতিউর রহমান। এ ব্যাপারে ব্যাংকের ম্যানেজার কিশোর কুমার সরকার বলেন,‘আমি গত ডিসেম্বরে এই শাখায় যোগদান করেছি। আগে থেকে এই বিষয়ে কোনও তদন্ত হয়ে থাকলে আমার নজরে থাকতো। কিন্তু এ ধরনের কোনও তথ্য আমার জানা নেই।’

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী হিসাবরক্ষক (বর্তমানে রংপুরের মিঠাপুকুর জোনে আযুক্ত) মতিউর রহমান বলেন, ‘অফিসের প্রয়োজনে অতিরিক্ত টাকা খরচ করা হয়েছিল। ওই টাকা সমন্বয় করার জন্য অনিয়ম করে অতিরিক্ত টাকা উত্তোলন করা হয়েছিল। কারণ বাজেট ছিল না। বিষয়টি তখন আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানতেন। অভ্যন্তরীণ ও বাণিজ্যিক অডিট সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখন তারা অস্বীকার করছেন। আমার শুনানি হয়েছে। তবে শুনানিকালে ৮৯ হাজার ১৫৪ টাকার কথা লিখিত নেওয়া হলেও বিভাগীয় মামলায় উল্লেখ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৪৭৬ টাকা। যা বিধি পরিপন্থী। লিখিতভাবে আমার কাছ থেকে অতিরিক্ত টাকা অফিস থেকে চাওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আমাকে এ অবস্থায় ঝুলিয়ে রেখেছে। ভুলত্রুটি হলেও তো এর সমাধান আছে। এর সমাধান চাই।’

আরেক অভিযুক্ত সাময়িক বরখাস্ত ও রাজশাহী রিজিয়নে আযুক্ত সহকারী কোষাধ্যক্ষ খাবিরুদ্দিনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করলেও তিনি তা ধরেননি।