জয়পুরহাটে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

 

জয়পুরহাটজয়পুরহাট শহরের সুইপার পট্টি এলাকায় সন্তু কুমার (২২) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সন্তু শহরের সোনার পট্টির কুণ্ডুপাড়া মহল্লার বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক জানান, মঙ্গলবার রাতে শহরের সুইপার পট্টি এলাকা থেকে আসার পথে দুর্বৃত্তরা রিকশাচালক সন্তুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই জয় নামে এক সুইপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।