ভাগ্যের পরিবর্তন চাইলে নৌকায় ভোট দিন: লিটন

প্রচার চালাচ্ছেন মেয়র পদপ্রার্থী লিটনরাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। কিন্তু গত ৫ বছরে আমরা রাজশাহীবাসী পিছিয়ে গেলাম। রাজশাহীবাসী আর পিছিয়ে থাকতে চায় না। দেশের সঙ্গে আমরাও এগিয়ে যেতে চাই। রাজশাহীবাসী ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন চাইলে নৌকা মার্কায় ভোট দিন।’

রবিবার (১৫ জুলাই) সন্ধ্যায় নগরীর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে এই আশ্রয়ণ প্রকল্প এনে ভূমিহীন মানুষের বসবাসের ব্যবস্থা করেছেন। আপনারা বলছেন, এই আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো থাকার অনোপুযোগী হয়ে উঠেছে। আগামীতে আমি মেয়র নির্বাচিত হলে বড় বড় ভবন তৈরি করে ভূমিহীন মানুষদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান করবো। এছাড়া এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।’

প্রচার চালাচ্ছেন মেয়র পদপ্রার্থী লিটনএর আগে নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ‘গত ৫ বছর একজন মেয়র দায়িত্বে ছিলেন। তিনি নগরীর উন্নয়নে কোনও কাজই করতে পারেননি। আমি এই অবস্থার পরিবর্ত চাই। নগরীতে শিল্পায়ন করে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি ব্যবস্থা করতে চাই। এছাড়া নগরীর উন্নয়নে যা যা করা দরকার, তাই করা হবে। আমি গত পাঁচ বছর মেয়রের দায়িত্বে থাকলে,এতদিনে অনেক উন্নয়ন হয়ে যেত।’

এছাড়া রবিবার দিনভর নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর কাঠালবাড়িয়া, রায়পাড়া, গুড়িপাড়া ক্লাবের মোড় হড়গ্রাম পালপাড়া এলাকায় বিভিন্ন দোকানে, বাড়িতে ও পথচারীদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

প্রচার চালাচ্ছেন মেয়র পদপ্রার্থী লিটনএসময় তিনি বলেন, রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তুলতে চাই। নগরীরতে গ্যাস সংযোগের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন করতে চাই। এজন্য আমি কাজ করার সুযোগ চাই। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। নগরীর সব উন্নয়ন আমার কাছে থেকে বুঝে নেবেন।

তিনি বলেন, ‘আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের প্রচার চালাচ্ছি। প্রতিদিনই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। এটি অব্যাহত থাকবে। তাই আমি জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী। নির্বাচনে পরাজয় অনুমান করতে পেরে বিএনপি মিথ্যাচার করছে। কেন্দ্রীয়ভাবে হয়তো তাদের শিখিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন একটার পর একটা কমপ্লেন দেওয়ার জন্যে। তারা যে অভিযোগগুলো তুলেছে একটিও সঠিক নয়। বরং আমার অনেক পোস্টার ছিড়ে ফেলা হয়েছে, বিলবোর্ড কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে ইসিতে অভিযোগ দিয়েছি।’