চাকরির নামে যুব সমাজের সঙ্গে প্রতারণা করছেন লিটন: বুলবুল

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুলবিএনপির মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘সিটি করপোরেশন এলাকার জনগণের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছি এবং আমার সময়ে রাজশাহীর কোনও উন্নয়ন হয়নি-এমন সব কথা বলে অপপ্রচার চালাচ্ছেন লিটন। আর তিনি (লিটন) যে চাকরি দেওয়ার নাম করে যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছেন।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুল

রবিবার গণসংযোগকালে এসব কথা বলেন বুলবুল। রবিবার দিনভর তিনি ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুলএসময় বুলবুল বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে তার পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা এবং নির্বাচনি অফিস ভাঙচুর করা হচ্ছে। সেইসঙ্গে নেতাকর্মীদের বাড়িতে হামলা ও তাদের অযাচিতভাবে গ্রেফতার চলছে। এছাড়াও নির্বাচনি প্রচারের সময় নেতাকর্মীদের বাধা প্রদান ও নারী কর্মীদের অসম্মানজনক কথা এবং অপমান করা হচ্ছে। এ নিয়ে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও কোনও লাভ হচ্ছে না।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুলতার অভিযোগ, ‘সরকার দলীয় মেয়র প্রার্থী নির্বাচনি হলফ নামায় যে তথ্য প্রদান করেছে তা অতিক্রম করছে। প্রতিদিন লাখ লাখ কালো টাকা ছড়াচ্ছেন। তিনি বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছেন।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুলভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘পুনরায়জয়ী হলে বেকারত্ব সমস্যা সমাধানে ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন করবো। কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বিদেশে পাঠানোর ব্যবস্থাসহ আরও নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবেন। সেইসঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন। এছাড়াও ২০৫০ সাল নাগাদ রাজশাহীকে বিশ্বের অন্যতম সিটিতে পরিণত করা হবে। সেইসঙ্গে ট্যাক্সে বোঝা কমিয়ে আনা হবে।’   

আরও পড়ুন:

ভাগ্যের পরিবর্তন চাইলে নৌকায় ভোট দিন: লিটন