রাজশাহীতে বুলবুলের পথসভায় ককটেল হামলা, আহত ৫

01রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে নগরীর সাগরপাড়া মোড়ে বুলবুল যখন গণসংযোগে ব্যস্ত তখন তিনটি মোটরসাইকেলে আসা মুখোশধারীরা পর পর তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীদের হাতে শটগান ছিল বলে স্থানীয়রা জানান। হামলাকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য ও স্বপন কামার, বিএনপি কর্মী হাবিবুর রহমান, খোকন ও কালু। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্বপন কামারের ছেলে প্রচিন কামার জানান, বেলা পৌনে ১১টার দিকে সাগরপাড়া মোড়ে গণসংযোগ চালাচ্ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এক পথসভায় তার পাশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা মুখোশধারীরা পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মুখোশধারীদের হাতে শটগান ছিল বলে স্থানীয়রা জানায়। পরে তারা দ্রুত সাগরপাড়া থেকে টিকাপাড়ার রাস্তা হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। 




02বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে।’
তবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, ‘আওয়ামী লীগের জন্ম মাটি ও মানুষ থেকে। বোমা, আগুন সন্ত্রাসের কাজ আওয়ামী লীগ করে না। এ ঘটনা কে বা কারা করেছে আমরা জানি না।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘ঘটনা শুনেছি। ঘটনাস্থলে বোয়ালিয়া থানা পুলিশ গেছে।’