পাবনায় জমি নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম

পাবনাপাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের দঁড়িমালঞ্চি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী কোরবান আলী শেখকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরও দুজন হলেন জামাল উদ্দিন শেখের স্ত্রী নূরজাহান বেগম (৫০) ও তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম (৩২)।


সাগরকান্দির দঁড়িমালঞ্চি গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৈতৃক স্থাবর ও অস্থাবর সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে টিপু শেখ ও কামাল শেখের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, এ ব্যাপারে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনা সমাধানের চেষ্টা করলেও হামলাকারীরা বিষয়টির কোনও তোয়াক্কা না করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ হামলায় তিনজন আহত হন।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেওয়ার পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।