জয়পুরহাটে পৃথক স্থানে ভিজিএফ’র ২৩৫ বস্তা চাল জব্দ

জয়পুরহাটজয়পুরহাটের পাঁচবিবি ও কালাইয়ে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ’র ২৩৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রসাসন। সোমবার রাতে ওই পৃথক দুটি স্থান থেকে সরকারি চাল জব্দ করা হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন জানান, সোমবার রাতে উপজেলার বালাইট মোড় এলাকায় আবুল কাশেমের বাড়িতে গোপন সংবাদের ভিত্ততে সরকারি বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৪ টন (৯৫) বস্তা চালসহ বাড়ির মালিকের স্ত্রী সান্তনা বেগমকে আটক করেছে।

অপরদিকে একই রাতে জেলার পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের বরাদ্দকৃত ভিজিএফের ৫০ কেজি ওজনের ১৪০ বস্তা চাল পরিষদের পাশের একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে। দুই উপজেলার চালই ঘটনাস্থল থেকে জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে।

পুলিশ ও প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে, কালাইয়ে জব্দকৃত চালগুলো ক্ষেতলাল পৌরসভার ও পাঁচবিবির জব্দকৃত চাল মোহাম্মদপুর ইউনিয়নের। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন প্রশাসন। দুটি ঘটনার মামলার প্রস্ততি চলেছ।