আদালতের নির্দেশ অমান্য করে কৃষকের জমি দখলের অভিযোগ

বগুড়াবগুড়ায় আদালতের নির্দেশ অমান্য করে কৃষক খলিলুর রহমানের জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ৯ মাস আগে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এখনও তিনি কোনও ব্যবস্থা নেননি। জমি ফিরে পেতে ওই কৃষক সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

খলিলের অভিযোগ, বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রাম পাড়াবাইশা গ্রামে তার এক একর ৩৪ শতক জমি প্রতিবেশী এনামুল হক ও তার লোকজন দখল করে রেখেছেন। প্রায় দেড় বছর আগে দখল করা জমি ফিরিয়ে দিতে আদালত রায় দেন। এরপরও এনামুল ও তার লোকজন জমি ভোগ দখল করে রেখেছে। বিষয়টি ৯ মাস ইউএনএ-কে জানানোর পরও তিনি কোনও ব্যবস্থা নেননি। একইভাবে দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছেও অভিযোগ করেও লাভ হয়নি। খলিল ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে দখলদাররা। ফলে পরিবার নিয়ে তিনি নিরপত্তাহীনতায় ভুগছেন।

খলিল জানান, আদালত তার পক্ষে রায় দিলেও প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় জমি ফেরত দিচ্ছে না।

এ বিষয়ে এনামুল হক জানান, ওই জমি তাদের নিজস্ব।

দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল জানান, খলিল ও এনামুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অনেকবার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।