সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টবগুড়ার সারিয়াকান্দির কুপতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেজান সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার নারচি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কৃষক মেজান সরকার কুপতলা মধ্যপাড়া গ্রামের মৃত জামাল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে গ্রামের শাকিল নামে এক ব্যক্তি রাস্তার পাশে সেচপাম্প থেকে বিদ্যুৎ নিয়ে তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন। এসময় কৃষক মেজান ঘাসের বোঝা নিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। রিকশার সঙ্গে তার শরীর লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মেজানের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিকশাটিও জব্দ করা হয়েছে। বিকাল পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।