ধুনটে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

বহিষ্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদবগুড়ার ধুনটে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে মারধরের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের প্রবীণ নেতাকে মারধর ও সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ গত ১২ অক্টোবর আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদারকে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এর প্রতিকার পেতে তিনি ১৬ অক্টোবর সংবাদ সম্মেলন ও ১৭ অক্টোবর বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের কাছে নালিশ করেন। নেতারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার শান্তকে অনুরোধ করেন। পরে তারা ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেন।

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ জানান, ‘আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার তার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে ছিলেন এবং এক আত্মীয়কে বিদেশ পাঠানোর নাম করে সাড়ে ৪ লাখ টাকা নিয়েছেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। তাকে মারপিট করিনি বা হুমকি দেইনি।